ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফিরতে মরিয়া জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
সমতায় ফিরতে মরিয়া জিম্বাবুয়ে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আফগানদের বিপক্ষে সিরিজ হেরে আসা জিম্বাবুয়ে দল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলে লজ্জা এড়াতে চেয়েছিল। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে বড় হোঁচটই খেতে হয়েছে সফরকারীদের।

হারতে হয়েছে ১৪৫ রানের বিশাল ব্যবধানে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাল এখনই ছেড়ে দিতে রাজী নয় জিম্বাবুয়ে দল। সোমবার (০৯ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সমতায় ফিরতে মরিয়া সফরকারীরা।

রোববার (৮ নভেম্বর) মিরপুরে জিম্বাবুয়ে দলের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার তাদের লক্ষ্যের কথা জানান, ‘আগামীকালের ম্যাচে আমাদের জিততেই হবে। এই ম্যাচে ভালো স্কোর গড়ে সিরিজে সমতা আনতে হবে। সব মিলিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। বাজে অবস্থা থেকে বেরিয়ে এসে সিরিজে ১-১ সমতা আনাই আমাদের লক্ষ্য। ’

সামনের ম্যাচে নিজেদের কোন দিকটায় বেশি নজর থাকছে-এমন প্রশ্নের জবাবে ওয়ালার বলেন, ‘আমরা আসলে বেসিক দিকটায় নজর দিচ্ছি। বল বাই বল খেলতে চাই আমরা। সাধ্য অনুয়ায়ী বড় স্কোর গড়তে চাই। প্রথমে ব্যাট করলে প্রতিপক্ষ বোলারদের সাবলীলভাবে মোকাবেলা করতে হবে। আর যদি লক্ষ্য তাড়া করতে নামি, তাহলে ভালো জুটি গড়ে তুলতে হবে। ’

প্রথম ম্যাচে কোন বিষয়টি দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে-এমন প্রশ্নের জবাবে ওয়ালার বলেন, ‘আমার মনে হয় ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। বাংলাদেশ দারুণ স্কোর গড়েছিল। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের আরো কাছে পৌঁছানো উচিত ছিল। প্রথম দিকেই আমরা বেশ কয়েকটি উইকেট হারাই। যা আমাদের চাপে ফেলে দেয়। এ কারণেই প্রথম ম্যাচে রান করাটা কঠিন হয়ে পড়ে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।