ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশাল জয়ে সিরিজে লিড নিল অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বিশাল জয়ে সিরিজে লিড নিল অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন টেস্টে দুর্দান্ত খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেল অস্ট্রেলিয়া। ধুকতে থাকা কিউইরা নিজেদের চতুর্থ ইনিংসে ২৯৫ রানে সবকটি উইকেট খোয়ালে ২০৮ রানে হার মানে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে দলটি।

এর ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল স্টিভেন স্মিথরা।

অস্ট্রেলিয়া-৫৫৬/৪ডিক্লে. ও ২৬৪/৪ডিক্লে.
নিউজিল্যান্ড-৩১৭ ও ২৯৫ (৮৮.৩ ওভার)

গ্যাবা স্টেডিয়ামে পঞ্চম দিনে ৫০৩ রানের বিশাল টার্গেটে নিজেদের চতুর্থ ইনিংসে আবারো ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে আগের দিন তিন উইকেট হারিয়ে ১৪২ রান করা দলটি এদিন আরো ১৫৩ রান যোগ করতেই সবকটি উইকেট হারায়।

দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন অধিনায়ক ম্যাককালাম। রানের সমান বলে ১০টি চার ও দুটি ছক্কায় মারমুখি ভঙ্গিতে নিজের ইনিংসটি সাজান ডানহাতি এ ব্যাটসম্যান। তবে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার হন তিনি।

এদিকে দলের অন্যকোন ব্যাটসম্যান ভালো না করতে পারায় বড় পরাজয়ই মেনে নিতে হয় নিউজিল্যান্ডকে। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান স্পিনার নাথান লিওন। আর দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও মিচেল মার্শ।

অজিদের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি হাকানো ওপেনার ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ১৩ নভেম্বর পার্থে দু’দলের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।