ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-শিশিরকে মুস্তফা কামালের শুভেচ্ছা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সাকিব-শিশিরকে মুস্তফা কামালের শুভেচ্ছা ছবি: সংগৃহীত

ঢাকা: কন্যা সন্তানের বাবা হওয়ায় সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সঙ্গে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকেও শুভকামনা জানান তিনি।



সোমবার (৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি এই দম্পতিকে অভিনন্দিত করেন।

বাংলাদশ সময় সোমবার ভোর চারটায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান। আর এই লক্ষ্যে গেল রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে যুক্তরাষ্টের উদ্দেশে ঢাকা ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েই ঘরের মাটিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন সময়ে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশ ছাড়েন সাকিব।

বাংলাদেশ সময় ১৯০৭ ঘন্টা, ৯ নভেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।