ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলো মাশরাফি বাহিনী।



সোমবার (০৯ নভেম্বর) দুপুরে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২৪১ রানে মাঝারি পুঁজি সংগ্রহ করে টাইগাররা।
 
সাকিবের অনুপস্থিতিতে একাদশে আসা ইমরুল কায়েস ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ইমরুল কায়েসের ৭৬, নাসিরের ৪১ এবং সাব্বির রহমানের ৩৩ রানে ভর করে ২৪২ রানের টার্গেট দেয় প্রতিপক্ষকে।

৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকানোর সুযোগ হাতছাড়া করেন। ইনিংসের শুরু থেকেই চমৎকার খেলতে থাকেন ইমরুল। ৪টি ছক্কা ও ৬টি চারের মারে নিজের ইনিংসটিকে সাজান এই বাঁহাতি ব্যাটসম্যান।    

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটসম্যানরাও খেই হারিয়ে ফেলেন। স্কোর বোর্ডে মাত্র ৭৮ রান যোগ করতেই ৪টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর ক্রিজে থিতু হয়ে সিকান্দার রাজার সঙ্গে জুটি বেঁধে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

চিগুম্বুরা ও রাজার ৭৩ রানে জুটি ভাঙতে ৩৪তম ওভারে আল আমিনের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের আস্থার প্রতিদান দেন আল আমিন। ওভারের শেষ বলে সাজঘরে ফেরান সিকান্দার রাজাকে। নিজের পরের ওভারেই আবারো আঘাত হানেন আল আমিন, এবার তার শিকার হন জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা নিজেই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে ইমরুল কায়েসের তালুবন্দি হন তিনি।

আল আমিনের জোড়া আঘাতের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। ৪২তম ওভারে জিম্বাবুয়ের ৭ম উইকেট তুলে নিয়ে জয়ের পথ সুগম করে তোলেন নাসির হোসেন। ম্যালকম ওয়ালারকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি করেন নাসির।

ম্যাচের ৪৩তম ওভারে কাটার মাস্টার মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক। ওভারের প্রথম বলেই অফকাটারে লুক জঙ্গির অফ স্ট্যাম্প উপড়ে দেন মুস্তাফিজ। একই ওভারের ৫ বলে পানিয়াঙ্গারাকেও ফিরিয়ে দিয়ে ম্যাচ জয়কে হাতের নাগালে নিয়ে আসেন কাটার মাস্টার।

এরপর জিম্বাবুয়ের ইনিংসের শেষ উইকেট তুলে নিয়ে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাসির হোসেন। ৪৩.১ ওভার খেলে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৫৮ রানের জয় পায় টাইগাররা।

৮ ওভার বল করে ৩৩ রান খরচে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট শিকার করেন আল আমিন ও নাসির হোসেন। এছাড়া অধিনায়ক মাশরাফি ও স্পিনার আরাফাত সানি নেন একটি করে উইকেট।

সাকিবের অনুপস্থিতে দলে এসে ম্যাচটিকে নিজের করে নেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান সংগ্রহ করেন ম্যাচ সেরার পুরস্কার পান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমজেএফ/

** ২৪১ রান টপকানো অসম্ভব ছিল না
** সিরিজ জিতলো টাইগাররা
** জয়ের কাছে চলে এসেছে বাংলাদেশ
** আল আমিনের জোড়া আঘাত
** টাইগারদের বিপক্ষে লড়ছেন চিগুম্বুরা-রাজা
** ২৫তম ওভারে জিম্বাবুয়ের দলীয় শতক
** জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন
** আরভিন-চিগুম্বুরার সতর্ক ব্যাটিং
** মুস্তাফিজের প্রথম শিকার
** সানি-মাশরাফির জোড়া আঘাত
** ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী
** ২৪২ রানের টার্গেট দিল টাইগাররা
** ফিরলেন ম্যাশ-নাসির-সানি, বাংলাদেশ ২৩৬/৯
** বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন
** সাব্বির-নাসিরের জুটিতে বাংলাদেশ ১৮৮/৫
** ৩৬ ওভারে টাইগারদের ১৬৭/৫
** ইমরুলের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ
** মুশফিকের বিদায়ে বিপাকে বাংলাদেশ
** ইমরুলের অর্ধশতকে টাইগারদের শতক
** তামিমের পর ফিরলেন লিটন
** ফিরলেন তামিম, উইকেটে লিটন
** ব্যাটিংয়ে তামিম-ইমরুল
** সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।