ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিরেই ম্যাচ সেরা ইমরুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ফিরেই ম্যাচ সেরা ইমরুল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে দলীয় স্কোর সম্মানজনক স্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন টাইগার বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। ৪টি ছক্কা ও ৬টি চারের মারে ৭৬ রান করেন ইমরুল।

তিনি দ্বিতীয় ম্যাচে প্রথমবার খেলার সুযোগ পেয়েই ম্যাচ সেরা হলেন।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় তুলে নিয়েছে টাইগাররা। ৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে ১৪৫ রানের বিশাল জয়ের পর সোমবার (০৯ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা জয় পায় ৫৮ রানে।

দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামা ‍তামিম ১৯ রান করলেও তৃতীয় ও চতুর্থ স্থানে ব্যাট করতে নেমে লিটন ও মাহমুদুল্লাহ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। তবে অপরপ্রান্ত আগলে থেকে ৮৯ বলে ৮৫ স্ট্রাইকে রেটে ৭৬ রান করেন ইমরুল।

এছাড়া টাইগারদের স্কোরবোর্ডে ২৪১ রানে নাসিরের ৪১ ও সাব্বিরের ৩৩ ছিল দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।