ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সুযোগ পেয়ে অবসর ভাবনায় ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সুযোগ পেয়ে অবসর ভাবনায় ইউনিস ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ৩৮ বছর ছুঁই ছুঁই ইউনিস খান জায়গা পেয়েছেন।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেলেও এবার তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন।

গত বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছিলেন ইউনিস। কিন্তু তিন ম্যাচ মিলে মাত্র ৪৩ রান করার পর ওয়ানডে দল থেকে তাকে ছেঁটে ফেলা হয়। সর্বশেষ ছয় ম্যাচে মাত্র ৭৭ রান করতে সক্ষম হন ইউনিস। এরপর আর পাকিস্তানের রঙিন জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের ওয়ানডে সিরিজে ফের ডাক পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

গত ১৫টি টেস্টে ৬৮.৬৮ গড়ে রান করা এ ব্যাটসম্যান এবার ওয়ানডে দল থেকে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন। চলতি মাসের ১১ তারিখ থেকে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। এ সিরিজের পর পরই ইউনিস খান ওয়ানডে থেকে অবসর নেবেন বলে একটি সূত্র থেকে জানা যায়।

পিসিবি’র সূত্রটি জানায়, ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান একটি তরুণ দল গঠন করবে। যেখানে ইউনিস খানকে রাখা নাও হতে পারে। অভিজ্ঞ এ ব্যাটসম্যান বোর্ডকে জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সিরিজের পরেই ওয়ানডেকে বিদায় জানাবেন। তার ঘনিষ্ট মহল এবং ক্রিকেট উপদেষ্টা আমাদের ব্যাপারটি নিশ্চিত করেছে।

তবে, এখন পর্যন্ত ইউনিস খানের পক্ষ থেকে অবসরের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ইউনিস খান পাকিস্তানের হয়ে খেলেছেন ১০৪টি টেস্ট, ২৬৪টি ওয়ানডে আর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ। সাদা পোশাকে ৫৩.৯৪ ব্যাটিং গড়ে রয়েছে ৯১১৬ রান। যেখানে ৩১টি শতকের পাশাপাশি ৩০টি অর্ধশতক। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটি ৩১৩ রানের। ওয়ানডেতে ৩১.৩৪ ব্যাটিং গড়ে তিনি রান করেছেন ৭২৪০। যেখানে ৭টি শতক আর ৪৮টি অর্ধশতক রয়েছে ইউনিস খানের।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।