ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সব হারানো শ্রীনির সঙ্গী সিমেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সব হারানো শ্রীনির সঙ্গী সিমেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছর জুনে দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রীনিকে।

সেই মেয়াদের বাকিটা এখন পূরণ করবেন বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর।

সোমবার (০৯ নভেম্বর) মুম্বাইয়ে বোর্ডের ৮৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীনির সঙ্গে ক্রিকেটের সম্পৃক্ততা বলতে আর তেমন কিছু থাকলো না। সব হারিয়ে এখন শুধুই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান তিনি।

অনুমিত ভাবেই কোণঠাসা শ্রীনিকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি চেন্নাইয়ে নিজ বাড়িতেই সে সময় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র পক্ষ থেকে ৭০ বছর বয়সী শ্রীনির ভবিষ্যৎ চিন্তা-ভাবনা জানতে চাওয়া হয়।

আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্ত থাকা বিতর্কিত ব্যক্তি শ্রীনিবাসন এ সময় বলেন, ‘বিশেষ ক্ষমতাবলে বোর্ড প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে (শশাঙ্ক মনোহর) অভিনন্দন জানাই। আমি নিজের সিমেন্ট ব্যবসায় মনোনিবেশ করতে চাই। ক্রিকেট যদিও আমার প্রাণের খেলা, কিন্তু আমার অবসর সময়টি গলফের দিকে নিতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।