ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে থাকছেন না লঙ্কান ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বিপিএলে থাকছেন না লঙ্কান ক্রিকেটাররা! ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাওয়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নিজ দেশের ক্রিকেট সিডিউলের সঙ্গে বিপিএল সূচির সাংঘর্ষিক মিল থাকাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

আগামী ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএল’র তৃতীয় আসরের পর্দা উঠবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর জমজমাট এ আসরের ইতি ঘটবে।

ইতোমধ্যেই বিপিএল’র তৃতীয় আসরের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিপিএল কর্তৃপক্ষ থেকে এসএলসি’র কাছে মোট ২৫ জন শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য অনাপত্তি দেওয়ার অনুরোধ করা হয়। তার মধ্যে ১৭ জনই লঙ্কান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়। বাকিদের ক্লাবের অনুমতি নিতে হবে।

সূত্রমতে, অন্তত ১৬ জন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া হবে না। মূলত, শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টসহ ডিসেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্যই লঙ্কান ক্রিকেটারদের বিপিএলে অংশ নিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

এসএলসি’র এক কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের বিপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কারণ, ২৭ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ’

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যাই হোক, আমরা আত্মবিশ্বাসী যে, এসএলসি তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে। আশা করছি, তা কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। ’

এসএলসি থেকে এনওসি যারা পাচ্ছেন না: শিহান জয়সুরিয়া, ইসুরা উদানা, দিলরুয়ান পেরেরা, ধাম্মিকা প্রসাদ, মিলিন্ডা সিরিবর্ধনে, বিনুরা ফার্নান্দো, অজন্তা মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, কিথুরুয়ান ভিতানাগে, নিরোসান ডিকওয়েলা, প্রসন্ন জয়বর্ধনে, আসান প্রিয়াঞ্জন, সাচিত পাতিরানা, সাচিত্রা সেনানায়েকে, সিকুজি প্রসন্ন, উপুল থারাঙ্গা ও জীবন মেন্ডিস। উল্লেখ্য, এর মধ্যে জীবন মেন্ডিস ক্লাব থেকে অনুমতি পেলেও কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় হওয়ায় এনওসি বাধায় পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।