ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে ক্যারিবীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
অস্ট্রেলিয়া সফরে ক্যারিবীয় দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অপরিবর্তিত স্কোয়াড  নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। যথারীতি ১৫ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন জেসন হোল্ডার।

তার ডেপুটি ক্রেইগ ব্রাথওয়েট। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও টেস্ট অভিষেকের ‍অপেক্ষায় অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট।

অন্যদিকে, সেপ্টেম্বরে কোচের পদ থেকে বরখাস্ত হলেও ফিল সিমন্সকে দায়িত্বে পুনর্বহাল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

হোবার্টে আগামী ১০ ডিসেম্বর তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সিরিজের বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৬ ডিসেম্বর ও আগামী বছরের ৩ জানুয়ারি। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে ক্যারিবীয়রা। ২ ডিসেম্বর তারা চারদিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হবে।

গত মাসে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৭ সালের পর এখনো টেস্ট জেতেনি ও. ইন্ডিজ। আর যেকোনো ভেন্যুতে ২০০৩ সালের পর থেকেই অজিদের বিপক্ষে জয়হীন ক্যারিবীয়রা। এবার হোল্ডার-স্যামুয়েলসরা অজি বাধা পেরুতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জারমেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর ও জোমেল ওয়ারিকন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।