ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে দলকে বিসিএসএ’র কৃতজ্ঞতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
জিম্বাবুয়ে দলকে বিসিএসএ’র কৃতজ্ঞতা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ দেখিয়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই অজুহাতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও সফর স্থগিত করায় বাংলাদেশের মাটিতে খেলা গড়াবে কিনা-এ নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা।



তবে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সহযোগিতায় সে অনিশ্চয়তা কেটে গেছে অল্প সময়ের মধ্যেই। হোম সিরিজ শুরু হয়ে তা এখন শেষ পর্যায়ে। রোববার (১৪ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সোমবারই দেশের পথ ধরবে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রনে কোনোরকম হোমওয়ার্ক ছাড়াই তড়িঘড়ি করে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুইয়নারা। তাদের নারী দলও আসছে বাংলাদেশ সফরে।

জিম্বাবুয়ে দলের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা হিসেবে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশেন (বিসিএসএ) জিম্বাবুয়ে দলকে সম্মান জানিয়েছে। শনিবার টিম হোটেল সোনারগাঁওয়ে সংগঠনটির পক্ষ থেকে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরার হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনটির কর্মীরা। এ সময় বাংলাদেশের টেস্ট ‍অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ উপস্থিত ছিলেন। তিনি জিম্বাবুয়ে দলের অধিনায়ককে বিসিএস’র ক্যাপ পড়িয়ে দেন।

সংগঠিনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ যে ক্রিকেট এর জন্য কতটা নিরাপদ তা প্রমান করার জন্য দরকার ছিল গ্যালারীভর্তি সমর্থকদের উচ্ছাস। আর এটা প্রমান করার সুযোগ করে দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধন্যবাদ।  
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।