ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচসেরা মাদজিভা, সিরিজ সেরা ওয়ালার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ম্যাচসেরা মাদজিভা, সিরিজ সেরা ওয়ালার ম্যালকম ওয়ালার ও নেভিল মাদজিভা

ঢাকা: শেষ ওভারে জিম্বাবুয়েকে নাটকীয় জয় এনে দেওয়ায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন নেভিল মাদজিভা। ম্যাচের শেষ ওভারে তার ব্যাটে ভর করে ১৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

ফলে টাইগারদের বিপক্ষে টানা ১৩ ম্যাচে পরাজয় বরণ করে নেওয়া জিম্বাবুয়ে এদিন প্রত্যাশিত জয় পায়।

অন্যদিকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১০৮ রান সংগ্রহ করে সিরিজ সেরা হয়েছেন বিধ্বংসী ব্যাটিং করা ম্যালকম ওয়ালার।

প্রথম ম্যাচে ৩১ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসা ৪০ রানে ভর করেই জয়ের স্বপ্ন জিইয়ে রাখে জিম্বাবুয়ে। ওয়ালারের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে দলকে এক অপ্রত্যাশিত জয় এনে দেন মাদজিভা।

পুরো সিরিজ জুড়ে বাংলাদেশি বোলাররা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করলেও মাদজিভা এবং ওয়ালার ছিলেন ব্যতিক্রম।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।