ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাসিরের শেষ ওভারই জয়ের পথ দেখিয়েছে

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
নাসিরের শেষ ওভারই জয়ের পথ দেখিয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ ওভারে নাসির বোলিংয়ে আসাতেই বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হয়েছে বললেন, জিম্বাবুয়ান টেলএন্ডার নেভিল মাদজিভা। জিম্বাবুয়ের হয়ে এদিন ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি।

মূলত শেষ ওভারে তার ঝড়ো ১৮ রানেই বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে জয় নিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা এনেছে জিম্বাবুয়ে।

সমতায় ফেরার এই ম্যাচে নিজেদের জয় সম্পর্কে তিনি আরও বলেন, ‘আসলে শেষ ওভারে নাসিরকে বোলিংয়ে দেখেই ঠিক করেছি যে, ওর এই ওভারটি আমি আক্রমণাত্মক খেলবো। হয় হারবো না হয় জিতবো। তবে, আমার বিশ্বাস ছিল যে আমি যদি শট গুলো ঠিকমতো খেলতে পারি তাহলে অবশ্যই জিতবো। হয়েছেও তাই। আত্মবিশ্বাস নিয়ে নাসিরের বলগুলো খেলতে পেরেছি তাই জয় পেয়েছি। ’

এদিকে, অন্যান্য দিনের তুলনায় এদিন সফরকারী অধিনায়ক এলটন চিগুম্বুরাকে আজ বেশ আনন্দিত দেখাচ্ছিল। চোখে মুখে জয়ের আনন্দ লেগে ছিল। তিনি স্বীকার করলেন, ‘অন্তত শেষ ম্যাচটিতে জয় পেয়ে ভাল লাগছে। আমরা আসলে জয়ের জন্যই এই ম্যাচটি খেলেছি এবং অবশেষে জয় পেয়েছি। আর এই কৃতিত্ব দলের সবার। ’

মাদজিভার সঙ্গে এদিন সুর মিলিয়ে জয়ী অধিনায়ক জানান, ‘শেষ ওভারে নাসিরের বোলিং তাদের আনন্দের খোরাক যোগাচ্ছিল। আমাদের ছেলেরা মূলত শেষ ওভারে স্পিনের সর্বোচ্চ ব্যবহার করেছে, যা দিনশেষে দলকে জয় এনে দিয়েছে। ’

বাংলাদেশের বিপক্ষে বহু কাঙ্খিত এই জয় নিয়ে চিগুম্বুরা আরও বলেন, ‘আমরা এদিন বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগেই ভাল খেলেছি। জয় পেতে দলের সবাই পরিশ্রম করেছে তাই জয় এসেছে। সত্যি কথা হলো, এতদিনে আমরা ম্যালকম ওয়ালার ও লুক জংওয়ের মতো ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিংয়ে একটি ভাল কম্বিনেশন পেয়েছি। ’

সবশেষে চিগুম্বুরা তার বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না। বললেন, আজকের ম্যাচের সবচেয়ে ভাল দিক ছিল বোলাররা ভাল করেছে। বিশেষ করে শেষ তিন ওভারে তারা যেভাবে বল করেছে তা আমাদের জয়ের পথ অনেকটই সহজ করে দেয়। আর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজ ১-১ এ ড্র হওয়ায় আমাদের বছরের শেষটাও ভাল হলো। আসছে দিনগুলোতেও এই জয় আমাদের আত্মবিশ্বাস যোগাবে।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।