ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিরুত্তাপ বিপিএল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
নিরুত্তাপ বিপিএল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দর্শক শূণ্যতার মধ্য দিয়েই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। গেল  রোববার (২২ নভেম্বর) উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর।

শুরুর পর থেকে এরই মধ্যে মাঠে গড়িয়েছে ছয়টি ম্যাচ।

বুধবার (২৫ নভেম্বর) বিপিএলের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচেও মাঠে দর্শক সংখ্যা যথারীতি কম ‍উপস্থিত।

একমাত্র মাঠের পূর্ব দিকের গ্যালারিতে কিছু সংখ্যক দর্শক দেখা গেলেও স্টেডিয়ামের বাদ বাকি গ্যালারিগুলো বলতে গেলে একেবারেই ফাঁকা।

চার-ছয়ের ডামাডোলের টি-টোয়েন্টি ম্যাচে দর্শক উপস্থিতি সব সময়ই বেশি সংখ্যক প্রত্যাশা করা হলেও এবারের বিপিএল যেন একাবারেই নিরুত্তাপ। ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর শের-ই-বাংলা-ক্রিকেট স্টেডিয়ামে সর্ব সাকুল্যে প্রায় আড়াই হাজার দর্শক এসেছেন সাকিব-নাসির দ্বৈরথের রংপুর ও ঢাকার মধ্যকার ম্যাচ দেখতে!

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘন্টা, ২৫ নভেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।