ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে ভারতের মুখোমুখি মিরাজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ফাইনালে ভারতের মুখোমুখি মিরাজরা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে আট উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। কলকাতায় অনুষ্ঠেয় ২৯ নভেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতীয় অ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অ-১৯।



বুধবার (২৫ নভেম্বর) আফগান যুবাদের দেওয়া মাত্র একশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে অনায়াসেই জয় তুলে নেয় শান্ত-মিরাজরা। ২৫.৩ ওভার বাকি থাকতেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। নাজমুল হোসেন শান্ত ৩৮ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩৭ রানে অপরাজিত থাকেন।

ওপেনার সাইফ হাসানকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার তারিক স্ট্যানিকজাই। আরেক স্পিনার জিয়াউর রেহমানের বলে মোহাম্মদ সরদারের গ্লাভসবন্দি হন জয়রাজ শেখ (৭)।

এর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে বাংলাদেশ যুবাদের বোলিং নৈপুণ্যে ২৬.২ ওভার শেষে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান অ-১৯ দল। সর্বোচ্চ ২৭ রান আসে লোয়ার অর্ডারে নামা তারিকের ব্যাট থেকে। দুই ওপেনার হযরতউল্লাহ (১৬) ও ইহসানুল্লাহ ১২ রান করে আউট হন।

বাংলাদেশ অ-১৯ দলের হয়ে তিনটি করে উইকেট লাভ করেন দুই স্পিনার সালেহ আহমেদ শাওন ও সাঈদ সরকার। মেহেদী হাসান রানা দু’টি ও মিরাজ এক উইকেট নেন।

উল্লেখ্য, আফগানদের দুই ম্যাচে হারালেও স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচেই পরাজয় বরণ করে বাংলাদেশ যুবারা। ফাইনালে মিরাজ-শাওনরা আক্ষেপ ঘোঁচাতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।