ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাম স্লামে ছিটকে গেলেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
রাম স্লামে ছিটকে গেলেন পোলার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি আসর রাম স্লামে কেপ কোবরার হয়ে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। পার্লে নাইটসের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরির শিকার হন এ তারকা ক্রিকেটার।



ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে বল ধরতে গিয়ে আঘাত পান পোলার্ড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। আর দলের হয়ে ১২ বলে ২৩ রান করলে চার উইকেটের সহজ জয় পায় কোবরা। কিন্তু ম্যাচ শেষে সিএসএ’র এক বিবৃতিতে জানানো হয়, বুধবার চিকিৎসার জন্য ক্যারিবীয়ানে ফিরে যাচ্ছেন ডানহাতি এ অলরাউন্ডার।

এরআগে ২০১৪-১৫ রাম স্লাম মৌসুমে সেরা ক্রিকেটার হয়েছিলেন পোলার্ড। পুরো টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে তিনি ২৪৩ রান ও ১৪টি উইকেট নিয়েছিলেন। যার সুবাদে কোবরা শিরোপাও জিতেছিল।

এদিকে অস্ট্রেলিয়ান টি-২০ আসর বিগ ব্যাশেও আগামী মাসে খেলার কথা ছিল পোলার্ডের। তবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নাম লেখালেও খেলতে পারছেন না এ তারকা ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।