ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের স্পিনেই শেষ ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সাকিবের স্পিনেই শেষ ঢাকা ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা ডায়নামাইটসকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের তৃতীয় আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। দিনের ম্যাচ হিসেবে লক্ষ্য অনেক বড় ছিল না ঢাকার কাছে।

তবে রংপুর রাইডার্সের স্পিন দাপটে ১৭৭ রানের লক্ষ্যটা এদিন বড়ই মনে হয়েছে।

৫৩ রানে কুমার সাঙ্গাকারাসহ ঢাকার চার উইকেট তুলে নিয়ে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় রংপুর। দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও আরাফাত সানি প্রথম স্পেলেই তুলে নেন দুটি করে উইকেট । এরপর থিসারা পেরেরার পেস আক্রমণে টেন ডয়েসকাটে ও আবুল হাসানের উইকেট লুফে নিলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে ঢাকা। পরের স্পেলে আরও দুটি উইকেট তুলে নিয়ে এবারের আসরে প্রথমবার চার উইকেটের দেখা পান সাকিব। ঢাকার নবম উইকেটটি তুলেন পেরেরা। শেষ উইকেটটি নিজের করে নেন আবু জায়েদ রাহি।

শেষ অবধি ১৯.৪ ওভারে ১০৭ রানে অলআউট হয় ঢাকা। সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। এবারের আসরে এটি ঢাকা ডায়নামাইটসের প্রথম হার।

এর আগে বিপিএলের সপ্তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় রংপুর রাইডার্স। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু স্কোর গড়ে সাকিব আল হাসানের দল।  

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ক্যারবীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। এছাড়া মোহাম্মদ মিথুন করেন ৩৪ ও লংকান ক্রিকেটার থিসারা পেরেরা করেন ২৭ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান করেন ১৫ বলে তিন চারে ২৪ রান।
 
পাওয়ার প্লে’র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৯ রান তোলে রংপুর। ১১তম ওভারে শতরানে পৌঁছায়  দলটি। সেই ধারাবাহিকতা অবশ্য শেষভাগে ধরে রাখতে পারেনি তারা। শেষ ৯ ওভারে তাদের ইনিংসে যোগ হয় ৭৬ রান। মুস্তাফিজুর রহমান ও ইয়াসির শাহ নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।