ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জয় গুরুত্বপূর্ণ ছিল: সাকিব

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
টস জয় গুরুত্বপূর্ণ ছিল: সাকিব ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। এর আগে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদর প্রথম জয় তুলে নিয়েছিল রাইডার্সরা।

আর নিজেদের দ্বিতীয় জয়ে টসই জয়েরে মূল ভূমিকা পালন করেছে বলে জানালেন, এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। এদিন ৪ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন সাকিব।

বুধবার (২৫ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর দলপতি আরও জানান, ‘এই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি তাই জয় পেয়েছি’।

এবারের বিপিএলে বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে তেমন সাফল্য পাননি সাকিব। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩১ রান। আর বল হাতে পেয়েছেন ৭টি উইকেট। ব্যাটিংয়ের সঙ্গীন অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে সাকিব বলেন. ‘যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এখনও শরীরে আমাশয় ও ঠান্ডা বয়ে বেড়াচ্ছি। তাই ব্যাটিংয়ে এখনও পুরোদমে ফিরতে পারিনি। তবে খুব শিগগিরিই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো বলে আশা করছি’।

পাশাপাশি নিজেদের দল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার আরও জানান, এখনও নিজেদের সেরা টিম কম্বিনেশনটি তারা তৈরী করতে পারেনি। দলে ভাল অফ স্পিনার দরকার ছিল।   

বিপিএলের এবারের আসরে উইকেটের অবস্থা নিয়ে বলতে গিয়ে সাকিব দাবী করেন, বিপিএলে এর আগের দুই আসরে ব্যাটিং বান্ধব উইকেট ছিল এবং এবারের আসরেও উইকেট কন্ডিশন একই থাকবে। আর দুপুরের দিকে ফ্রেশ উইকেট থাকায় বল ভাল ব্যাটে আসে তবে পরের দিকে অর্থাৎ রাতের দিকে উইকেট অনেক কঠিন হয়ে যায় ফলে ব্যাট হাতে ভাল রান করা সম্ভব হয়না।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘন্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস

** সাকিবের স্পিনেই শেষ ঢাকা   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।