ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব ভাল বল করেছে: শুভ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সাকিব ভাল বল করেছে: শুভ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে রংপুর রাইডার্সের কাছে হেরে গেল ঢাকা ডায়নামাইটস। রাইডার্সেদের কাছে ডায়নামাইটসরা এদিন হেরে যায় ৬৯ রানের বড় ব্যবধানে।

আর এই হারের কারণ হিসেবে ডায়নামাইটস ব্যাটসম্যান শামসুর রহমান শুভ দায়ী করলেন কন্ডিশন ও সকিব আল হাসানের দুধর্ষ বোলিংকে।

বুধবার (২৫ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুভ বলেন, ‘এই ম্যাচে আমরা কন্ডিশন অনুযায়ী খেলতে পারিনি তাই হেরেছি। দলের ব্যাটিং পারফরম্যান্স একবারেই ভাল ছিল না। শুধু তাই নয় এদিন সাকিব দারুণ বল করেছে’।

নিজেদের ৬৯ রানে হার নিয়ে হতাশ এই ডায়নামাইটস ওপেনার হারের কারণ সম্পার্কে আরও বলেন, ‘ম্যাচে উইকেট অনেক স্লো ছিল। আর আমাদের প্রথম উইকেট জুটিতে একেবারেই ভাল করতে পারিন’।

উইকেট সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, উইকেট স্লো ছিল। আর স্পিন খেলা এই উইকেটে অনেক কঠিন।

এদিকে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টির কোন ম্যাচ না খেলায় বিপিএলের এবারের আসরে নিজের পারফরম্যান্সও ভাল হচ্ছেনা বলে স্বীকার করলেন শামসুর রহমান শুভ। এমন লম্বা বিরতির পর এই আসরে নিজেকে মানিয়ে নিতে সময় লাগছে বলতেও ভুল করলেন না তিনি। তবে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভাল খেলে পরের ম্যাচ গুলো দিয়ে জয়ের ধারায় ফেরার আভাস দিয়ে রাখলেন শুভ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।