ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘তিন মোড়লের’ সমালোচনায় আইসিসি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
‘তিন মোড়লের’ সমালোচনায় আইসিসি চেয়ারম্যান

ঢাকা: বিসিসিআইয়ের প্রেসিডেন্ট শশাঙ্ক মানোহার, যিনি বর্তমানে আইসিসিরও চেয়ারম্যান পদে রয়েছেন। তার মুখ থেকে ক্রিকেটের ‘তিন মোড়ল’ (বিগ থ্রী) খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমালোচনা তেড়ে আসলো।

যেখানে বিগ থ্রীরা ক্রিকেটের সর্বোচ্চ পদ ও লভাংশের বড় ভাগ হাতিয়ে নিচ্ছে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে পুনর্গঠন করার দাবী জানিয়ে মানোহার জানান, আইসিসির ‍অনেক ভুল রয়েছে যা তিনি তার সময়ে দূর করার চেষ্টা করবেন। ২০১৬ সালের জুন পর্যন্ত আইসিসির চেয়ারম্যান হিসেবে থাকবেন মানেহার।

মানোহার বলেন, ‘তিনটি বড় দেশ আইসিসিকে নেতৃত্ব দিবে এ ব্যাপারে আমি একমত নই। এটা আমার ব্যক্তিগত দর্শন। কারণ আমি সব সময় বলেছি, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বড়। এই তিনটি দেশ সবকিছু দেখছে এটা ক্রিকেটের কাম্য নয়। সংস্থাটির শীর্ষে জিম্বাবুয়ের অথবা ওয়েস্ট ইন্ডিজের কেউ হতে পারে। অথবা সহযোগী কোন দেশের ব্যক্তিও এ ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। ’

মানোহার গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির সাবেক চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জায়গায় নিজের অবস্থান পরিস্কার করেছেন। এরআগে শ্রীনিবাসনই বিগ থ্রী’র মূল হোতা ছিলেন। যার দ্বারা বিশ্ব ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়েছে বলে বিশেষজ্ঞদের মত।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।