ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক সঙ্গে দুই ‘আকমল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
এক সঙ্গে দুই ‘আকমল’ ছবি : সংগৃহীত

ঢাকা: দুই সহোদর ক্রিকেটার উমর আকমল ও কামরান আকমল দীর্ঘসময় এক সঙ্গে খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে একই দলের হয়ে মাঠে নামলেন তারা।

বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার।
 
সোমবার (৩০ নভেম্বর) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে করে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে ম্যাচ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পৌঁছান উমর আকমল। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতেও নেমে গেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। এলটন চিগাম্বুরার জায়গায় খেলছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

বড় ভাই কামরান আকমল চিটাগং ভাইকিংসের ডেরায় বিপিএলের শুরু থেকে থাকলেও গতকালই (৩০ নভেম্বর) প্রথমবার চিটাগংয়ের একাদশে ঠাঁই পান। বরিশাল বুলসের বিপক্ষে সে ম্যাচে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।