ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার হয়ে নামলেন শেহজাদ-মালিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কুমিল্লার হয়ে নামলেন শেহজাদ-মালিক ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম আসরের মতো এবারের বিপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের মেলা। শুরুর দিকে মোহাম্মদ আমির, কামরান আকমল, ইয়াসির শাহ, নাসির জামশেদরা বিপিএলের দলগুলোতে যোগ দিলেও তাদের জাতীয় দলের ক্রিকেটাররা মূলত আজ (০২ ডিসেম্বর) থেকেই মাঠে নামছেন।



শারজায় ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা চলে এসেছেন চট্টগ্রামে। তাদের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের মধ্যে উমর আকমল গতকাল (মঙ্গলবার) অবশ্য চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নামেন।  
 
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক।
 
সন্ধ্যায় সিলেট সুপারস্টারসের হয়ে মাঠে নামবেন এ মুহুর্তে টি-টোয়েন্টির সেরা বোলার শহীদ আফ্রিদি। এছাড়া বাঁহাতি পেসার সোহেল তানভিরকেও দেখা যাবে মুশফিকুর রহিমের দলে। ইংল্যান্ডের ক্রিস জর্ডানও নামতে পারেন তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটিতে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।