ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে আফ্রিদি তাণ্ডব, লড়াইয়ের পুঁজি পেল সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
চট্টগ্রামে আফ্রিদি তাণ্ডব, লড়াইয়ের পুঁজি পেল সিলেট ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ আফ্রিদির অনবদ্য ব্যাটিংয়ে  শুরুর বিপর্যয় কাটিয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে সিলেট সুপারস্টারস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের শেষ দিকে চার-ছক্কার তাণ্ডব দেখান ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি।



তার ৪১ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট।   ২২ গজে সিলেটের হয়ে একাই লড়েছেন এ ‍ডানহাতি ব্যাটসম্যান আফ্রিদি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬৩ রানে ৬ উইকেট হারানো দলকেও শেষ পর্যন্ত আফ্রিদি পাইয়িয়ে দেন লড়াইয়ের পুঁজি।

চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝে সপ্তম উইকেটে আফ্রিদি- সোহেল তানভির জুটি ৩৬ বলে যোগ করে ৬০ রান। সোহেল তানভিরের ব্যাট থেকে আসে মুল্যবান ১৭ রান।
 
এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নামা সিলেট শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ২২ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে মুশফিকুর রহিমের দল।

টপঅর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান রবি বোপারা। এ ইংলিশ ব্যাটসম্যান করেন ১১ রান। রানের খাতা খেলার আগেই তাসকিন আহমেদের বলে এলবিডব্লুউ হন ‍অধিনায়ক মুশফিকুর রহিম।
 
শফিউল ইসলাম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি ও আসিফ হাসান।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।