ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় গেইলকে পাচ্ছে বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ঢাকায় গেইলকে পাচ্ছে বরিশাল ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় ক্রিস গেইলকে। দানবীয়শক্তির এ ব্যাটসম্যান বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ।

এবার বিপিএল মাতাতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।   খেলবেন বরিশাল বুলসের হয়ে।

বিপিএলে চট্টগ্রাম পর্বের ম্যাচ শেষ হবে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর)। এ দিন রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে বরিশাল বুলস। এরপর ঢাকায় বসবে বিপিএলের শেষ পর্ব। দ্বিতীয় ধাপে ঢাকা পর্বের শুরু থেকেই গেইলকে পাচ্ছে বরিশাল বুলস। দলটির পক্ষ থেকে এখনও কিছু  জানানো না হলেও অন্য একটি সূত্র থেকে জানা গেছে  শুক্রবার (০৪ ডিসেম্বর) ঢাকায় আসছেন ক্রিস গেইল। ৬ ডিসেম্বর ঢাকা পর্বের (দ্বিতীয় ধাপ) শুরুর দিন দুপুরের ম্যাচে সিলেট সুপারস্টারসের বিপক্ষে মাঠে নামবেন এ মারকুটে ব্যাটসম্যান।

গেইল বিপিএলের প্রথম আসর খেলেছেন বরিশাল বার্নাসের হয়ে। ২০১৩ সালে দ্বিতীয় আসরে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়টর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। সেবার ম্যাচ খেলেছিলেন ওই একটিই।   

গেইলকে ছাড়াই অবশ্য আকাশে উড়ছে বরিশাল। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। এমন সাফল্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের অবদান থাকায় খুশি দলটির স্বত্ত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক। বাংলানিউজকে তিনি জানান, দলের দেশি-বিদেশি ক্রিকেটার ভালো করায় আমরা সাফল্য পাচ্ছি। দেশি-বিদেশিদের মাঝে এবার ভালো সমন্বয় ঘটেছে। আশা করি, এ ফর্ম ধরে রাখবে ক্রিকেটাররা। ’

ফর্মে থাকা দলটিতে ক্রিস গেইল যোগ দিলে তাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস নি:সন্দেহে বাড়বে।   বিপিএলের প্রথম দুই আসরে ৬টি ম্যাচ খেলে ৩টি শতক হাঁকিয়েছিলেন জ্যামাইকান এ ব্যাটসম্যান। ৬ ম্যাচে তার রান ৪০২। গড় ১০০.৫০,   স্ট্রাইকরেট দুশো’র কাছাকাছি (১৯৬.০৯)। এমন ক্রিকেটার তো টাকায় মেলাও ভার!

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।