ঢাকা: ক্রিকেটের জনক বলা হয় ইংল্যান্ডকে। আর দেশটির ঘরোয়া কাউন্টি ক্রিকেটও সবচেয়ে পুরোনো।
এবার আড়াইশ বছরের বেশি সময় ধরে ঘরোয়া লিগটিতে চলে আসা টস পদ্ধতিকে প্রায় ছেঁটে ফেলতে যাচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, এমনটিই করতে যাচ্ছে লিগের সংস্থাটি। ম্যাচে থাকবে না টস! সফরকারী দলকে বোলিং করার সুযোগ দেওয়া হবে। তারা যদি এ পর্যায়ে একমত না হয় তবেই কেবল টস করা হবে।
এ পদ্ধতিটা করা হচ্ছে যেন স্বাগতিকরা ঘরের মাঠের সুবিধাটা কম পায়। কাউন্টি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এর ফলে স্বাগতিক দল ভালো মানের পিচ তৈরি করতে উৎসাহি হবে।
এছাড়া ইংল্যান্ডের পিচগুলো সাধারণত পেসার ও মিডিয়াম পেসারদের সহায়ক হয়। তবে টসের এমন নিয়মের ফলে স্পিনাররাও সুবিধা পাবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস