ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে ফিরছেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
পাকিস্তান দলে ফিরছেন আমির মোহাম্মদ আমির/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও মোহাম্মদ আমিরের বোলিংয়ে যেন এতটুকুও ধার কমেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স করছেন ২৩ বছর বয়সী পেসার।

এবার পাকিস্তান দলের কোচ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানেরও ভূয়সী প্রশংসা কুড়ালেন।

তাহলে কী অচিরেই পাকিস্তান দলে ফিরবেন অামির? ওয়াকার ও শাহরিয়ার খানের কথায় সেই আভাসই পাওয়া যাচ্ছে। পিসিবি চেয়ারম্যানের অভিমত, ‘অামির নিজেকে বেশ ভালোভাবেই পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত চার-পাঁচ মাস ধরে সে দারুণ পারফরম্যান্স করছে। সে আমাদেরকে জাতীয় দলে পুনরায় বিবেচনার বার্তাই দিচ্ছে। যদি কোচ ও নির্বাচকরা তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন, তবে বোর্ড অব গভর্নরসকে অবহিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’

শাহরিয়ার খান উল্লেখ করেন, ‘প্রধান কোচ ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠক করে দলের সিনিয়র ক্রিকেটার এবং আমিরকে ডাকব। সেখানে সবার সামনে আমিরকে বলব, তাকে অবশ্যই ভদ্রতা ও নম্রতা বজায় রাখতে হবে। ’

আমিরকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে একমত ওয়াকার, ‘আমিরকে বিপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। এটি তার নিজেকে মেলে ধরার একটি উপযুক্ত প্লাটফর্ম। সে এখন খুবই ভালো ফর্মে। যা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। আইসিসি ও পিসিবিকে দেখিয়েছে সে সঠিক পথেই রয়েছে। তাই তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিৎ। এটি আমাদের দায়িত্বও বটে। ’

উল্লেখ্য, বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ৫.৭১ ইকোনমি রেটে ১১টি উইকেট লাভ করেন আমির। বোলিং গড় ১৪.৪৫।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।