ঢাকা: প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্ব শুরু হচ্ছে ঢাকায়। গত বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে শেষ হয়েছে আসরের দ্বিতীয় পর্ব।
টুর্নামেন্টের বাকি অংশের খেলা গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
প্রথম ও দ্বিতীয় পর্বের মতো তৃতীয় পর্বেও প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। তবে, দ্বিতীয় পর্বের (চট্টগ্রাম পর্ব) সময় অনুযায়ী দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় আর দ্বিতীয় ম্যাচ গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দ্বিতীয় পর্ব শেষে ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন চিটাগং ভাইকিংসের দলপতি তামিম ইকবাল। বাঁহাতি এ টাইগার ওপেনার করেছেন ২৯০ রান। তাকে অনুসরণ করছেন তারই ক্লাব সতীর্থ দিলশান। ভাইকিংসের এ লঙ্কান ওপেনার ২২৮ রান নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর তৃতীয় অবস্থানটি ধরে রেখেছেন আরেক লঙ্কান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দিলশানের থেকে মাত্র ৪টি রান দূরে রয়েছেন সাঙ্গা।
দ্বিতীয় পর্ব শেষে বোলিংয়ে শীর্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এ স্পিনার এক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও ১৩ উইকেট নিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছেন। রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিবের পরেই রয়েছেন টাইগারদের উঠতি তারকা আবু হায়দার রনি। মাশরাফির অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা আবু হায়দারের উইকেটও সাকিবের সমান ১৩টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক টাইগার পেসার আল আমিন হোসেন। বরিশাল বুলসের হয়ে চলতি আসরে হ্যাটট্রিক করা আল আমিনের দখলে ১১টি উইকেট।
চার-ছক্কার বিপিএলে দ্বিতীয় পর্ব শেষে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফির কুমিল্লা। সাত ম্যাচে ৫ জয়ের পাশাপাশি দুটি ম্যাচে হেরেছে ভিক্টোরিয়ান্সরা। ৬ ম্যাচ খেলে ৫টিতেই জয় পাওয়া মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের সংগ্রহ ১০ পয়েন্ট, অবস্থান দ্বিতীয়। সাত ম্যাচে ৪টি জয় আর ৩টি পরাজয় নিয়ে ৮ পয়েন্ট পাওয়া সাকিবের রংপুর রয়েছে টেবিলের তিন নম্বরে। কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ, ৮ ম্যাচে চিটাগং ভাইকিংস ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। টেবিলের তলানীতে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারস।
তৃতীয় পর্বের সূচি:
৬ ডিসেম্বর: সিলেট সুপার স্টারস-বরিশাল বুলস, দুপুর ২টা
রংপুর রাইডার্স-ঢাকা ডিনামাইটস, সন্ধ্যা সাড়ে ৬টা
৭ ডিসেম্বর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস, দুপুর ২টা
সিলেট সুপার স্টারস-রংপুর রাইডার্স, সন্ধ্যা সাড়ে ৬টা
৮ ডিসেম্বর: চিটাগং ভাইকিংস-ঢাকা ডিনামাইটস, দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, সন্ধ্যা সাড়ে ৬টা
৯ ডিসেম্বর: সিলেট সুপার স্টারস-ঢাকা ডিনামাইটস, দুপুর ২টা
বরিশাল বুলস-চিটাগং ভাইকিংস, সন্ধ্যা সাড়ে ৬টা
১০ ডিসেম্বর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টারস, দুপুর ২টা
বরিশাল বুলস-ঢাকা ডিনামাইটস, সন্ধ্যা সাড়ে ৬টা
১২ ডিসেম্বর: কোয়ালিফায়ার (শীর্ষ দুই দল), দুপুর ২টা
এলিমিনেটর (তৃতীয় ও চতুর্থ দল), সন্ধ্যা সাড়ে ৬টা
১৩ ডিসেম্বর: কোয়ালিফায়ার পরাজিত-এলিমিনেটর জয়ী, সন্ধ্যা সাড়ে ৬টা
১৫ ডিসেম্বর: ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৫
এমআর