ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক দিনেই মেলবোর্নের দুই জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
এক দিনেই মেলবোর্নের দুই জয়

ঢাকা: প্রথম ম্যাচে ব্রিসবেন হিটকে ২১ রানে হারিয়ে মেলবোর্ন স্টারস ক্রিকেটের নতুন ইতিহাস তৈরি করেছে। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে নারীদের নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করা ‘ওমেনস বিগ ব্যাশ লিগ’ এ নিজেদের প্রথম ম্যাচে জয় পায় অজিদের নারী দলের অধিনায়ক মেগ ল্যানিংয়ের মেলবোর্ন।



একই দিন নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্রিসবেন হিটকে ১০ রানে হারিয়েছে মেলবোর্ন। জাঙ্কসন ওভালে শনিবার (০৫ ডিসেম্বর) একই প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বাগতিক মেলবোর্ন প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে ১৩৫ রানে থেমে যায় ব্রিসবেনের ইনিংস। মেলবোর্নের দলপতি ল্যানিংয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯০ রান। মাত্র ৫৮ বলে নারীদের বিশ্ব ৠাংকিংয়ের এক নম্বর ব্যাটার ল্যানিং তার ইনিংসটি সাজান।

দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় ল্যানিংয়ের মেলবোর্ন। ব্রিসবেনের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে মেলবোর্ন। এ ম্যাচেও জ্বলে উঠে ল্যানিংয়ের ব্যাট। ৫৬ বলে মেলবোর্ন দলপতি করেন ৭৫ রান। অপরাজিত থাকা ল্যানিংয়ের ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের সাহায্যে। জবাবে ব্রিসবেন ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। ব্রিসবেনের হয়ে ৪৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন জোনাসেন। মেলবোর্ন দ্বিতীয় ম্যাচটিতেও জয় তুলে নেয় ১০ রানের।

৫১ দিনের লম্বা সূচিতে নারীদের নিয়ে আয়োজিত অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট ‘ওমেনস বিগ ব্যাশ লিগ’টি ৫৯টি ম্যাচ নিয়ে সাজানো হয়েছে। প্রথমবারের এ আসরে আটটি দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।