ঢাকা: বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানের ব্যাটিং দৃড়তায় দক্ষিণ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিতে যাচ্ছে ভারত। চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১৯০ রানে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
ভারত-৩৩৪ ও ১৯০/৪ (৮১.০)
দক্ষিণ আফ্রিকা-১২১
দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে মরনে মরকেলের দুর্দান্ত বোলিংয়ে ৫৭ রানে দলীয় চার উইকেট হারিয়ে বসে চার ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে থাকা ভারত। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাহানেকে নিয়ে বিপর্যয় সামাল দেন কোহলি।
এ জুটিতে রান আসে মূলবান ১৩৩ রান। অধিনায়ক কোহলি ৮৩ রানে অপরাজিত রয়েছেন। তিনি ১৫৪ বলে ১০টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে ধারাবাহিক ব্যাটিং সাফল্য পাওয়া রাহানে ৫২ রানে অপরাজিত আছেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন মরকেল। আর বাকি উইকেটটি পান স্পিনার ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৫
এমএমএস