ঢাকা: চট্টগ্রাম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। কুঁচকিতে টান লাগায় বিশ্রামে থাকতে বলেছিলেন দলের ফিজিও।
চিটাগং ভাইকিংসের পরের ম্যাচ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ম্যাচের আগেই অবশ্য ভালো অনুভব করছেন তামিম। নিজেই কোচ আতাপাত্তুকে জানিয়েছেন তার উন্নতির কথা। ম্যাচের আগে ভালো অনুভব করলে তামিম অধিনায়ক হয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন ভাইকিংস কোচ মারভান আতাপাত্তু, ‘তামিমের কাছ থেকে ইতিবাচক সারা পেয়েছি। ম্যাচের আগে ভালো অনুভব করলে খেলবে সে। ’
সোমবার দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি দলের সেরা পারফরমার তামিম ইকবাল। মিরপুরে একাডেমি মাঠে দলের অন্যান্য সদস্যরা প্রায় দুইঘণ্টা অনুশীলন করেছেন।
বিপিএলের তৃতীয় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তামিম। ৮ ম্যাচে তিন ফিফটিতে করেছেন ২৯০ রান। গড় ৪১.৪২, স্ট্রাইক রেট ১১৯.৮৩। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে নিশ্চয়ই শেষ দুটি ম্যাচে খেলতে চাইবেন এ ড্যাশিং ওপেনার!
আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীতে আছে চিটাগং ভাইকিংস। শেষ চারে ওঠার আশাও প্রায় শেষ দলটির। শেষ দুটি ম্যাচে জয় পেলেও অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
দলের এমন অবস্থা নিয়ে আতাপাত্তু বলেন, আমরা ভালো শুরু করেছিলাম। প্রথমদিকে প্রতিটি ম্যাচেই প্রতিদ্বনন্দিতাপূর্ণ হয়েছে। এরপর আমরা খেই হারিয়ে ফেলি। শেষ দুটি ম্যাচ জিততে আমাদের দলের চেষ্টার কমতি থাকবে না।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর