ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিটারসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে মেলবোর্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিটারসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে মেলবোর্ন ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশের দ্বিতীয় সেমিফাইনালে ৭ ‌উইকেটের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মেলবোর্ন স্টারস। রোববারের ফাইনালে সিডনি থান্ডারসের বিপক্ষে মাঠে নামবে ডেভিড হাসি, কেভিন পিটারসেন আর লুক রাইটদের মেলবোর্ন।



দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাটিং করে অ্যাডাম ভোজেসের পার্থ স্কোসার্চ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ১১ বল হাতে রেখেই কেভিন পিটারসেনের অর্ধশতকে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।

পার্থের হয়ে দলপতি ভোজেস করেন সর্বোচ্চ ৫২ রান। তার ৪০ বলের ইনিংসে ৬টি চারের মার ছিল। এছাড়া ৪৪ রান করেন ওপেনার মাইকেল ক্লিনগার। মেলবোর্নের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ড্যানিয়েল ওরাল।

১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে টার্গেটে পৌঁছে মেলবোর্ন। ওপেনার লুক রাইট ৭ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার মার্কাস করেন ৪৪ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন পিটারসেন। তার ৩৬ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কা।

ম্যাচ সেরার পুরস্কারও উঠে পিটারসেনের হাতে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘন্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।