ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়লেন চিগুম্বুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
অধিনায়কত্ব ছাড়লেন চিগুম্বুরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন এলটন চিগুম্বুরা। বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ সিরিজের চতুর্থটিতে ১৮ রানে জিতে ২-২ এ সিরিজ সমতায় আসার পর এমন সিদ্ধান্ত নিলেন এ অলরাউন্ডার।



চিগুম্বুরা দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের নেতৃত্ব শেষ করলেন। তবে দেশটির জাতীয় দলের জার্সি গায়ে খেলে যাবেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে ৮০টি সিমীত ওভারের ম্যাচে নেতৃত্ব দেন চিগুম্বুরা। যেখানে তার অধীনে দলটি ২০ ম্যাচে জয় লাভ করে। তার নেতৃত্বে জিম্বাবুয়ে ঐতিহাসিক জয় আসে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

চিগুম্বুরার অধীনে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করেছিলো। যেটি ছিলো ছয় বছর পর পাকিস্তানের মাটিতে কোন আন্তর্জাতিক সিরিজ। সে সিরিজে ওয়ানডেতে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

এরআগে ২০১০ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের অধিনায়ক হয়েছিলেন চিগুম্বুরা। পরে তার পরিবর্তে নেতৃত্বে আসেন ব্র্যান্ডন টেইলর। তবে গত বিশ্বকাপের পর টেইলর ইংল্যান্ডে কলপাক চুক্তিতে নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলতে যাওয়া আবারও নেতৃত্বে ফিরেন চিগুম্বুরা। এবারে তিনি দলের অধিনায়ক ছিলেন ১১ মাস।

জিম্বাবুয়ের ক্রিকেট এখন চিগুম্বুরার পরিবর্তে কোন অধিনায়কের নাম প্রকাশ করেনি। দলটির সিমীত ওভারের ক্রিকেট খেলতে আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।