ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
শুরু হচ্ছে নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট ছবি: সংগৃহীত

ঢাকা: ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফেয়ার প্লে কাপ ক্রিকেট। শনিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনের ঘোষণা দেয়।



প্রতিযোগিতাটি শেষ হবে আগামী ০৯ ফেব্রুয়ারি।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আয়োজক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রতিযোগিতাটিতে সব রকম কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটি সম্পর্কে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, বিশ্ববিদ্যালয়টির কমিউনিকেশন ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উপদেষ্টা জুডিথা ওহ্লমেকার, ইউল্যাব ক্রিকেট দলের কোচ শেখ মামুন এবং ইউল্যাব ক্রিকেট দলের অধিনায়ক মো. হাসানুজ্জামান।

পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রোববার প্রতিযোগিতার প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে ইউল্যাব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে। ১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটি দল সেমিফাইনালে ওঠার জন্য সুপার-৮ রাউন্ডে খেলবে। সুপার-৮ রাউন্ডে বিজয়ী চারটি দল সেমিফাইনালে ওঠার জন্য ফেব্রুয়ারির ৬ ও ৭ তারিখে পরস্পরের মুখোমুখি হবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল ০৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে লড়বে। বিজয়ী দল রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।