ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফি মাশরাফি বিন মর্তুজা

ঢাকা: ২০১৪-১৫ মৌসুমে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগারদের সীমিত ওভারের দলপতি মাশরাফি বিন মর্তুজা। উইজডেন ইন্ডিয়া অ্যালামনাকের চতুর্থ সংস্করণে মাশরাফির সঙ্গে রয়েছেন আরও পাঁচ ক্রিকেটার।



বাকি ৫ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন, বিনয় কুমার, ইংল্যান্ডের জো রুট, পাকিস্তানের ইউনুস খান এবং শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ।

এর আগে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান, মুমিনুল হক আর মুশফিকুর রহিম।

উইজডেন ইন্ডিয়া অ্যালামনাকের চতুর্থ সংস্করণের মোড়ক উন্মোচন করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে ও ভারতের ফুটবলার বাইচুং ভুটিয়া। চতুর্থ সংস্করণের প্রচ্ছদে জায়গা হয়েছে ভারতের সীমিত ওভারের দলপতি মহেন্দ্র সিং ধোনির।

হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন বিজয় মার্চেন্ট ও ভগবৎ চন্দ্রশেখর।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।