ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিটের মূল্য চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ‍(‌আইসিসি)। সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ম্যাচের একদিন আগে স্টেডিয়ামের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন কোথাও টিকিট পাওয়া যাবে না।
 
যুব বিশ্বকাপের একাদশতম আসর শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি। ১৬ দলের এ বিশ্ব আসরের ম্যাচগুলো গড়াবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার এই চার শহরের আট ভেন্যুতে। মোট ১৬টি দল চার গ্রুপে লড়াই করবে এবারের আসরে। ৯টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট সদস্য দেশ সাতটি।
 
ভেন্যু: শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
 
কাউন্টার: মিরপুর ইনডোর স্টেডিয়াম।
 
টিকিট পাওয়া যাবে: ২৭ জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর/দক্ষিণ - ৩০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড - ১৫০।
শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড - ১০০।
উত্তর/দক্ষিণ গ্যালারি - ৪০।
পূর্ব গ্যালারি - ২০।
 
 
ভেন্যু: খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
 
টিকিট কাউন্টার: যুব উন্নয়ন অধিদপ্তর, জালকুড়ি, ফতুল্লা।
 
টিকিট পাওয়া যাবে: ২৭ জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড - ৩০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি (পশ্চিম) – ১৫০।
ক্লাব হাউজ (পূর্ব/পশ্চিম) - ১০০।
পশ্চিম গ্যালারি - ৮০।
পূর্ব গ্যালারি - ২০।
 
 
ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

টিকিট কাউন্টার: বিটেক মোড়, সাগরিকা, চট্টগ্রাম।
 
টিকিট পাওয়া যাবে: ২৬  জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড - ২০০ টাকা।
রুফ টপ হসপিটালিটি - ২০০।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড - ১০০।
ক্লাব হাউজ (পূর্ব/পশ্চিম) - ১০০।
পশ্চিম গ্যালারি - ৫০।
পূর্ব গ্যালারি – ৩০।
 
ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম।
 
টিকিট কাউন্টার: আলমাস সিনেমা হল, দামপাড়া, চট্টগ্রাম।
 
টিকিট পাওয়া যাবে: ২৬ জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড - ১০ টাকা।
রুফ টপ - ১০০।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড (উত্তর/দক্ষিণ) - ৭৫।
ক্লাব হাউজ (উত্তর/দক্ষিণ) - ৫০।
সাধারণ গ্যালারি - ২০।
 
 
ভেন্যু: সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

টিকিট কাউন্টার: লুকাতুরা, এয়ারপোর্ট রোড, সিলেট।
 
টিকিট পাওয়া যাবে: ২৭ জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব/পশ্চিম) - ২০০ টাকা।
ক্লাব হাউজ  (পূর্ব/পশ্চিম) - ১০০।
গ্রিন হিল এরিয়া - ৩০।
পশ্চিম গ্যালারি - ৩০।
পূর্ব গ্যালারি - ৩০।
 
 
ভেন্যু: সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়াম।
 
টিকিট কাউন্টার: স্টেডিয়াম মার্কেট কাউন্টার দরগা প্রান্ত, সিলেট।
 
টিকিট পাওয়া যাবে: ২৭ জানুয়ারি থেকে।
 
টিকিটের মূল্য:
ক্রিকেট প্যাভিলিয়ন - ২০০ টাকা।
সাধারণ গ্যালারি - ৫০।
সাধারণ গ্যালারি - ৩০।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।