ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউই-পাকিস্তান দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কিউই-পাকিস্তান দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী পাকিস্তান আর স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। খারাপ আবহাওয়া আর বৃষ্টির কারণে কোনো বল না গড়ালে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা।



এ ম্যাচটি না হওয়ার ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তেই লিড ধরে রাখে নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ৩১ জানুয়ারি অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭০ রানের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউইদের ২৮০ রানের জবাবে ৪৬ ওভার শেষে ২১০ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান। ফলে সিরিজের তৃতীয় ম্যাচে কেন উইলিয়ামসন বাহিনী জিতলেই সিরিজ নিজেদের কাছেই রেখে দেবে কিউইরা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।