ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি জর্জরিত লঙ্কানরা খেলবে ভারতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ইনজুরি জর্জরিত লঙ্কানরা খেলবে ভারতে ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরি জ্বরে ভুগছে শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দল। আর দলের মূল কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই হয়তো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে হতে পারে দলটিকে।

ইনজুরির তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রঙ্গনা হেরাথ ও নুয়ান প্রদীপ।

আগামী ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের মাটিতে তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলবে দু’দল।

গত নিউজিল্যান্ড সফর থেকে হাঁটুর ইনজুরিতে ভুগছেন টি-২০ অধিনায়ক মালিঙ্গা। একই সফরে বোলিং করতে গিয়ে চোট পান দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক ম্যাথিউস। ধারণা করা হচ্ছে এ তারকাদের সমস্যা না হলেও এশিয়া কাপের আগে নির্বাচকরা তাদের বিশ্রামেও রাখতে পারেন।

এদিকে লঙ্কার ঘরোয়া প্রিমিয়ার টি-২০ টুর্নামেন্ট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন স্পিনার হেরাথ ও প্রদীপ। হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভুগছেন প্রদীপ আর পেশীতে চোট পেয়েছেন হেরাথ।

লঙ্কান এক সূত্র থেকে জানানো হয়, এই চার তারকার পরিবর্তে সম্প্রতি ভালো পারফর্ম করা তরুণদের দলে নেওয়া হবে। দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।