ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নের জবাব বাঁকা ভাবে দিলেন ওয়াহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ওয়ার্নের জবাব বাঁকা ভাবে দিলেন ওয়াহ ছবি: সংগৃহীত

ঢাকা: শেন ওয়ার্নের মন্তব্যে হয়তো স্টিভ ওয়াহ মানসিকভাবে আঘাত পেয়েছেন। কিন্তু তার উদ্দেশ্যে বলা সাবেক সতীর্থের সমস্ত কর্কশ শব্দ তিনি এক কানে শুনে আরেকটা কান দিয়ে বার করে দেবেন! জানালেন স্টিভ ওয়াহ নিজেই।



মঙ্গলবার ওয়াহ’র সম্পর্কে ওয়ার্নের বিস্ফোরক মন্তব্য ছিলো, ‘আমি যাদের সঙ্গে খেলেছি তার মধ্যে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার স্টিভ!’ তবে বুধবার ওয়াহ কোন দাদভাঙা জবাব দিলেন না, বলেন, ‘আমি ওর এই ডেলিভারিটা খেলব না। ছেড়ে দেব উইকেটকিপারের জন্য! আমার এই বিষয়ে আর কিছু প্রমাণ করার নেই। ’

এদিকে ওয়াহ একদম চুপ করে থাকেননি। ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তাকে দল থেকে বাদ দেওয়ার জন্যই স্টিভের প্রতি ক্ষোভ ওয়ার্নের। সেই প্রসঙ্গে হতাশ সাবেক অধিনায়কের মন্তব্য, ‘প্রথম তিন টেস্টে শেন উইকেট নিয়েছিলো মাত্র দু’টো! ও জানতো দলে ওর জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

** ওয়াহকে ধুয়ে দিলেন ওয়ার্ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।