ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
কিউইদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল প্রোটিয়ারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ডিন ফক্সক্রফটের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড যুবাদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে প্লেট পর্বের প্লে-অফ ম্যাচটিতে আগে ব্যাট করে ছয় উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।

জয়ী দল ১১তম স্থান নিশ্চিত করে এবারের আসর থেকে বিদায় নেবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ে ‍নামে কিউইরা।

ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার কাইল ভেরিয়েন্নে। আরেক ওপেনার লিয়াম স্মিথ করেন ২০ রান। তবে ওয়ান ডাউনে নামা ফক্সক্রফট ১১৭ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। অর্ধশতক ‍হাঁকিয়ে রান আউটের ফাঁদে পড়েন রিভালদো মুনসামি (৫১)। ওয়ান্ডাইল মাকেতু ৫০ (২৪ বলে) ও ডায়ান গালিয়েম ১৪ রানে অপরাজিত থাকেন।

ব্ল্যাক ক্যাপসদের হয়ে দু’টি উইকেট লাভ করেন অফস্পিনার আনিকেত পারিখ। একটি করে নেন জ্যাক গিবসন, ক্রিস্টিয়ান লিওপার্ড ও রাচিন রবিন্দ্র।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।