ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ যুবাদের লড়াকু সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ইংলিশ যুবাদের লড়াকু সংগ্রহ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী (প্লে-অফ) ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ডের যুবারা। স্যাম কারানের ৮৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে তারা।



ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। সেখান থেকে দলের হাল ধরেন টম মুরস। তার ৪৭ রানের ইনিংসে এগুতে থাকে ইংলিশরা। এর পর কালাম টেলরের ৩৩ রানের ইনিংসে প্রাথমিক চাপ সামলায় তারা।

এক প্রান্ত আগলে রেখে স্যাম কারান লড়াই চালিয়ে যান। ৮৩ রান করা কারান যখন আউট হন তখন লড়াকু সংগ্রহের ভিত্তি পেয়ে যায় ইংল্যান্ড। শেষ দিকে ব্রাড টেলরের অপরাজিত ৩৭ ও জর্জ গার্টন ২০ রানের ইনিংস দলের সংগ্রহকে বড় করে। অতিরিক্ত খাত থেকে আসে ২৬ রান।

পাকিস্তানের বোলার সামিন গুল ও সাইফ আলী দু’টি করে উইকেট নেন। হাসান মহসিন, হাসান খান ও সাদাব খান নেন একটি করে উইকেট।  

অ-১৯ বিশ্বকাপে পাকিস্তান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আটের অপর ম্যাচে হার মানে ইংলিশরা। ফলে দু’দলকেই প্লেট পর্বে খেলতে হয়। এ ম্যাচের বিজয়ী দল পঞ্চম স্থান পেয়ে বিশ্বকাপ শেষ করবে। হেরে যাওয়া দল পাবে ষষ্ঠ স্থান। আইসিসি অ-১৯ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।