ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

যেখানে গেইলের পরই মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
যেখানে গেইলের পরই মাসাকাদজা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: গেল জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই ‘নতুন’ শুরুর ইঙ্গিত দেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। দীর্ঘসময় পর জাতীয় দলে ফেরা মাসাকাদজার ব্যাটে ছোটে রানের ফোঁয়ারা।



টানা চার ম্যাচে ধারাবাহিকভাবে রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান।   এবার দেখা গেল, মাসাকাদজার বিধ্বংসী রূপ।   জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি ‍টুর্নামেন্টে অপরাজিত ১৬২ রানের টর্নেডো ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ইনিংসের তালিকায় দ্বিতীয়’তে নাম লেখালেন  হ্যামিল্টন মাসাকাদজা।

ক্রিস গেইলের রেকর্ড ১৭৫ রানের পর টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
 
বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাব মাঠে মাউন্টেনিয়ার্সের হয়ে মাশোনাল্যান্ড ঈগলসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৪ টি চার ও ১১ ছক্কায় ৭১ বলে মাসাকাদজা করেন ১৬২ রান। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কোনো বাটসম্যানের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।  

মাসাকাদজার ব্যাটিং তান্ডবে ইনিংসে ২০ ওভারে ২৪২ রান তুলেছিল মাউন্টেনিয়ার্স। ডাকওয়ার্থ লুইস মেথডে ১২৫ রানে ম্যাচ জেতে মাউন্টেনিয়ার্স।

শুধু তাই নয়, টুর্নামেন্টের দুই ম্যাচ আগে ৮৮ ও ৮৩ রানের ব্যাক টু ব্যাক ইনিংস খেলেন ৩২ বছর বয়সী মাসাকাদজা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।