ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল উদ্বোধনীতে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন ড্যান্স’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
আইপিএল উদ্বোধনীতে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন ড্যান্স’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

ঢাকা: আবারও শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর এবারের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত ‘চ্যাম্পিয়ন ড্যান্স’ পারর্ফম করবেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ডোয়েন ব্রাভো।

এমনটি নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা।

 

ব্রাভো এবারের আসরে খেলবেন নতুন দল গুজরাট লায়ন্সের হয়ে। আর সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করা ক্যারিবীয় সদস্য ব্রাভোর ভালো পারফর্মের ব্যাপারে আশা করছেন শুক্লা। তার নাচের তালে আসরের উদ্বোধনীটা আরও জমজমাট হবে বলে জানান আইপিএল চেয়ারম্যান।

শুক্লা জানান, ‘আইপিএলের নবম এ আসরের উদ্বোধনীতে ব্রাভো তার চ্যাম্পিয়ন ড্যান্স নিয়ে পারর্ফম করবেন। তার পারফর্মে বিশেষ চমক সৃষ্টি হবে। আশাকরি তার সঙ্গে ক্যারিবীয় অন্য তারকারাও অংশ নেবে। ’

এদিকে এবারের আইপিএলে এলইডি স্ট্যাম্প ব্যবহার করা হবে বলে জানান শুক্লা। আইসিসি ২০১৪ টি-২০ ও পরের বছর ৫০ ওভারের বিশ্বকাপে এলইডি স্ট্যাম্প ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।