ঢাকা: বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের ব্যবহৃত বাংলালিংক সিম বায়েমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করিয়েছেন।
গুলশানে বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টারে সম্প্রতি তারা আঙুলের ছাপ দিয়ে সিম ভেরিফিকেশন করান বলে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।
বর্তমানে বাংলালিংকের তিন কোটি ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে।
দ্বিতীয় শীর্ষ অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির।
গত ৪ এপ্রিল এই দম্পত্তি বাংলালিংকের সাথে যুক্ত হন, এর আগে শুধু সাকিব অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছিলেন।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে ছয় অপারেটরের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন ও নিবন্ধন শুরু হয়। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই কাজ শেষ করার কথা জানিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/