ঢাকা: মাঠে আম্পায়ারকে অসম্মান দেখানোয় জেমস অ্যান্ডারসনকে তিরষ্কার করেছে আইসিসি। তবে কোনো জরিমানার আওতায় পড়েননি ইংল্যান্ডের পেস তারকা।
লঙ্কানদের প্রথম ইনিংসে কুশাল পেরেরা ও রঙ্গনা হেরাথের মধ্যকার ৭১ রানের পার্টনারশিপে এমন ঘটনা ঘটে। হেরাথকে স্লেজিং না করা নির্দেশনা দিলে হতাশাগ্রস্ত অ্যান্ডারসন আম্পায়ারকে অসম্মান করে বসেন।
এ ধরনের আচরণে আইসিসির কোড কন্ডাক্টের লেভেল-১ এর আর্টিক্যাল ২.১.১ লঙ্ঘন করেন অ্যান্ডারসন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট তাকে তিরস্কার করেন। শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না।
লেভেল-১ ভঙ্গ করার দায়ে সর্বনিম্ন শাস্তি সতর্ক বা তিরস্কার করা। আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা প্রযোজ্য।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআরএম