ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় মাসের ভিসা পেয়েছেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ছয় মাসের ভিসা পেয়েছেন আমির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ছয় মাসের জন্য যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গত ২০ মে আমিরের ভিসার জন্য আবেদন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সব শঙ্কা কাটিয়ে স্পোর্টসের স্বার্থে আমিরকে ভিসা ইংল্যান্ডের মাটিতে খেলার জন্য ছয় মাসের অনুমতি দেওয়া হয়।

 

২০১০ সালে ইংল্যান্ড সফরে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। পরে আইসিসি তাকে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়। অভিযোগ প্রমাণ হওয়ায় ছয় মাসের জেলও খাটেন তিনি।

ব্রিটিশ আইনে এক থেকে পাঁচ বছর মেয়াদে দণ্ডপ্রাপ্ত অন্য কোনো দেশের নাগরিক যদি ব্রিটিশ ভিসার আবেদন করেন, সেক্ষেত্রে তাকে পরবর্তী ১০ বছরের জন্য ইংল্যান্ডে নিষিদ্ধ করার বিধান আছে। এর আগে ব্যক্তিগত কারণে ২০১৪ সালে ইংল্যান্ডে যেতে চাইলেও ভিসা পাননি আমির। তবে, এবার দলের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে খেলতে যেতে পারছেন এই বাঁহাতি পেসার।

৬ বছর আগে সবশেষ টেস্ট খেলেছিলেন যেখানে, সেই লর্ডসেই হয়তো আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন আমির। ২০১০ সালের লর্ডস টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে করে আমি ৮৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ১৪ টেস্টে তার মোট উইকেট ৫১টি।

পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থারের অধীনে ইংলিশদের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ভিসার শঙ্কা না কাটলেও পূর্ব ঘোষিত স্কোয়াডে পাকিস্তানের ১৭ সদস্যের দলে রাখা হয় আমিরকে।

আমির পাঁচ বছর নিষেধাজ্ঞার পর গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরেন। নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশে এশিয়া কাপ ও পরবর্তীতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি জাতীয় দলের হয়ে খেলতে নামেন।

এবার পাকিস্তানের বোর্ড, সরকারের পাশাপাশি আমিরের ভিসার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে আগামী ১৮ জুন।

ইংলিশদের বিপক্ষে পাকিস্তান চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে। আগামী ১৪ জুলাই লর্ডসেই হবে প্রথম টেস্ট। এরপর স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।