মিরপুর থেকে: বছর ঘুরে আবারও এসেছে বিপিএল। সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে হবে চার-ছক্কার লড়াই।
কিন্ত এ আনন্দে বাঁধ সেধেছে প্রকৃতি। সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাব এখনো কাটেনি। মেঘে ঢাকা আকাশ যেন ক্রমেই ভারী হয়ে উঠছে। তাইতো শঙ্কা জেগেছে, ঠিক সময়ে শুরু হবে তো উদ্বোধনী ম্যাচ?
মাঠ থেকে ত্রিপল সরিয়ে নেয়ার দৃশ্য অবশ্য আশাবাদী করছে। আকাশে মেঘ বলে উইকেটের গুরুত্বটাও বেড়ে গেছে। কুমিল্লা ও রাজশাহীর অধিনায়ক উইকেট পরিদর্শন করেছেন মাঠে এসেই। দুই দলের ক্রিকেটাররা নেমে পড়েছেন অনুশীলনে।
দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের লড়াই। সন্ধ্যা সোয়া সাতটায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি