ঢাকা: টি-টোয়েন্টির বিশ্বসেরাদের কাতারে থাকা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে গড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টির আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইনজুরির কারণে চতুর্থ আসরে খেলা হচ্ছে না কাটার মাস্টারের।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএলের তৃতীয় আসরে মোস্তাফিজ খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসে। সেবার দলটি বিদায় নিয়েছিল প্লে-অফ থেকে। তবে, নিজের মতোই খেলেছিলেন মোস্তাফিজ। ১০ ম্যাচে ১৫.২৮ গড়ে তুলে নেন ১৪ উইকেট।
বিপিএল শেষে গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পান মোস্তাফিজ। সেখান থেকেই তার ইনজুরির সঙ্গে লড়াই শুরু। দেশের মাটিতে এশিয়া কাপে খেলতে পারেননি। একই সময় ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিলেন পরের দিকে। তবে, বল হাতে নিয়েই চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে।
ইনজুরির কারণে খেলতে পারেননি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ড্রাফটে থাকলেও খেলতে পারেননি ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)।
তবে, খেলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। প্রথমবারের মতো আইপিএলের আসরে অংশ নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছেন। আইপিএলের পর ইংলিশ কাউন্টিতে গিয়েছিলেন খেলতে। দেরিতে কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিয়ে আর প্রথমবারের মতো অংশ নিয়ে দুর্দান্ত শুরুতেই আরেকবার ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু, কাঁধের ইনজুরি তার পিছু ছাড়েনি। মাত্র দুটি ম্যাচ খেলেই যেতে হয় চিকিৎসকের ছুঁড়ির নিচে।
গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এ জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি মোস্তাফিজ।
কাঁধের অস্ত্রোপচারের পর পুণর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজের উন্নতি হচ্ছে দ্রুত। এরই মধ্যে প্রথম দুই ধাপের কাজ শেষ করেছেন কাটার মাস্টার। এবার অপেক্ষায় তৃতীয় ধাপের কাজ শুরু করার। মোস্তাফিজের তৃতীয় ধাপের কাজের তালিকায় রয়েছে স্কিল, টেনিস বলে বল করা, শ্যাডো ও থ্রোয়িং। ছন্দ ফিরে পেলে হাতে নেবেন ক্রিকেট বল। তৃতীয় ধাপের প্রক্রিয়াটি ৪-৬ সপ্তাহের। ফলে, নিশ্চিতভাবেই এবারের আইপিএল মিস করছেন মোস্তাফিজ, মোস্তাফিজকে মিস করবে বিশ্ব ক্রিকেট।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এমআরপি