ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিদ্যুৎ সংযোগ পেলো মিরাজের দাদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বিদ্যুৎ সংযোগ পেলো মিরাজের দাদী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল: অবশেষে টনক নড়লো বিদ্যুৎ বিভাগের। শনিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ দেয়া হলো ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মভিটায়।

তবে এর একদিন আগেই লাইন ও তার টানার কাজ সম্পন্ন করেন বিদ্যুৎ বিভাগ। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মিরাজের জন্মভিটায় প্রথম বিদ্যুতের দেখা মেলে বলে বাংলানিউজকে জানিয়েছেন তারই বাবা জালাল হোসেন তালুকদার।

এর আগে শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাড়িতে আসেন মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার। এ সংবাদ জানতে পেরে বাকেরগঞ্জ উপজেলার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা তাকে স্বাগত জানান।

জালাল হোসেন তালুকদার সেখানে আরো ২/১ দিন থাকবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য গত ৩ নভেম্বর বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এ প্রকাশিত ‘ব্রিটিশ বধের নায়কের খেলা দেখতে পারেননি দাদী’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যার পরপরই বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নেয় স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।

** ব্রিটিশ বধের নায়কের খেলা দেখতে পারেননি দাদী

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।