ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সূচি অনুযায়ী খেলা হলে ভালো হতো: রুবেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
সূচি অনুযায়ী খেলা হলে ভালো হতো: রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয়ে গেছে বিপিএলের ৪ ও ৫ নভেম্বরের প্রথম চারটি ম্যাচ। ফলে ৬ ও ৭ নভেম্বরের ম্যাচ স্থগিত করে ৮ নভেম্বর নতুন সূচি নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আর  পরিত্যক্ত ম্যাচগুলোর জন্য নির্ধারিত রাখা হয়েছে পুরোণো সূচির ফাঁকা দিনগুলো।
 
একথা অনস্বীকার্য যে, একটি টুর্নামেন্ট শুরুর পর বৃষ্টি বাধা কিংবা অন্য যেকোন কারণে বিঘ্ন ঘটলে তার ছন্দপতন হয়। একদিকে যেমন রঙ হারায় টুর্নামেন্ট তেমনি প্লেয়াররাও  হারান ছন্দ। তাই সূচি অনুযায়ী, ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন খুলনা টাইটান্স অফ স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

তবে একই সঙ্গে এই বাস্তবতাও মেনে নিচ্ছেন, প্রকৃতির উপরে কারো হাত নেই, ‘যেভাবে সূচি ছিল সেভাবে ম্যাচ হলে অবশ্যই ভালো হতো। যেহেতু প্রকৃতির উপর আমাদের কোন হাত নেই সেহেতু সেভাবেই ফোকাস করতে হবে। একবার শুরু হলে আর কোনো অসুবিধা থাকবে না। ’
 
রোববার (৬ নভেম্বর) বিকেলে অনুশীলন শেষে এসব কথা তুলে ধরেন রুবেল। এ সময় ম্যাচের পরিবর্তীত সূচি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তকেও সাধুবাদ জানান তিনি, ‘কমিটি যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের মেনে নিতে হবে। এখন আমাদের টানা ম্যাচ, অল্প সময়ের মধ্যে অনেক খেলা। সেটা সুষ্ঠুভাবে কী করে করা যায়, কীভাবে পারফর্ম করা যায় সেদিকেই মনোযোগ দিতে হবে। ’

সব শেষে গণমাধ্যমের সামনে নিজ দল খুলনা টাইটান্স নিয়েও কথা বলেন রুবেল। দলটিতে আফ্রিদি, গেইলদের মতো হাইপ্রোফাইল টি-টোয়েন্টি তারকা না থাকলেও যারা আছেন তাদের নিয়ে খুলনা টাইটান্স বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলেও মত তার।

‘বিপিএলে আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ, ব্যাটিং, বোলিং সব দিক থেকেই। ওরকম বড় কোন তারকা নেই তারপরেও একটি টি-২০ দলে যা যা থাকা দরকার তার সবই আমাদের দলে আছে। হার্ড হিটিং ও মিডল অর্ডার ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিন বোলার সবই বেশ ভারসাম্যপূর্ণ। ’
 
খুলনা টাইটান্সের দেশি খেলোয়াড় তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররাফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, আব্দুল মজিদ, অলক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, নাইম ইসলাম জুনিয়র,  নুর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান ও আব্দুল আলিম।  

আর বিদেশি খেলোয়াড়রা হলেন নিকোলাস পুরান, রিকি ওয়েসেলেস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লফলিন, আন্দ্রে ফ্লেচার ও জুনাইদ খান।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।