ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশও ফেভারিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশও ফেভারিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ। আসন্ন এই আসরে নিশ্চিতভাবেই টাইগারদের অন্যতম ফেভারিট দল হিসেবে জানালেন লাল-সবুজদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হোয়াটমোর। এবার তিনি বাংলাদেশে এসেছেন বিপিএলের দল বরিশাল বুলসের কোচ হয়ে।

বাংলাদেশে আসা ডেভ হোয়াটমোর জানান, ‘আমরা যদি টাইগারদের সাম্প্রতিক ফর্ম পর্যবেক্ষণ করি, তাহলেই বুঝতে পারবো তারা কতটা শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সামনে থাকছে কঠিন সব দল। কিন্তু, আমার বিশ্বাস বাংলাদেশ তাদের নিজেদের প্রমাণ করবে। ’

বিপিএলের আসর শেষে বাংলাদেশ দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেখান থেকে নিউজিল্যান্ড সফরে যাবে। কিউই সফরে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

টাইগারদের সাবেক কোচ আরও জানান, ‘নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে প্রমাণের অনেক কিছুই আছে। আমার মনে হয় কিউই সফরে বাংলাদেশ বেশ কিছু ভালো সুযোগ পাবে নিজেদের প্রমাণের। ’

২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ভারতের মাটিতে সেবার খেলেছিল দশটি দেশ। বাংলাদেশ প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানে হেরে যাবার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল ১০ উইকেটের ব্যবধানে। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল ১০১ রানের ব্যবধানে। আইসিসির মেগা আসরে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর থেকেই নতুন বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব।

বিশ্ব আসরের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বাংলাদেশ হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তানকে। হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তানকে। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও কষ্ট করেই সিরিজ জিততে হয়েছে ইংলিশদের। এবার ইংলিশদের মাটিতে নিজেদের প্রমাণের পালা টাইগারদের।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।