ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আশা ছাড়ছেন না নাফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
আশা ছাড়ছেন না নাফিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: তিন বছর হয়ে গেল জাতীয় দলের বাইরে শাহরিয়ার নাফিস। তবে সদ্য সমাপ্ত আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম উঠিয়ে লম্বা বিরতিতে ছেদ টানেন এই টাইগার টপ অর্ডার।

কিন্তু আসতে পারেননি মূল স্কোয়াডে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজেও ২২ জনের দলে জায়গা হয়নি তার। আছেন স্ট্যান্ডবাই হিসেবে। তারপরেও হতাশ নন নাফিস। আশা ছাড়ছেন না জাতীয় দলের রঙিন কিংবা সাদা জার্সি গায়ে আবার স্টাইলিশ ব্যাটিংয়ে রানের ঝড় তুলতে।

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বাস্তবতাটা বেশ ভালোই বোঝেন নাফিস। টাইগার টপঅর্ডারের বর্তমান কম্বিনেশন ভেঙ্গে দলে জায়গা পাওয়াটা যে কঠিন সেই বিষয়টিও বেশ ভালভাবেই জানেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) মিরপুরে বিপিএলের অনুশীলন শেষে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনান কথা জানাতে গিয়ে বলেন, ‘গত তিন বছর ধরে জাতীয় দলের কোথাও ছিলাম না। এরপরে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পরে নতুন একটি যাত্রা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সফরে স্ট্যান্ডবাই হিসবে আছি। আমি বাস্তবতায় বিশ্বাসী। কেননা আপনি যদি আমাদের জাতীয় দলের টপ অর্ডারদের দেখেন তাহলে বুঝবেন যে দলে ওরকম জায়গাও নেই যেখানে নির্বাচকেরা মূল স্কোয়াডে আমাকে নিতে পারেন। তারপরেও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আছি এটা আমার জন্য বড় পাওয়া। আমি চেষ্টা করবো পারফরম্যান্সটা বজায় রাখতে। বাকিটা সময়ের উপরে ছেড়ে দিব। তবে আমি একদমই হতাশ না। ’

নাফিসের হতাশ হবার কোন কারণও নেই। কেননা জাতীয় দলে ফিরতে যে রসদ লাগে অর্থাত ঘরোয়া  ক্রিকেটে পারফরম্যান্স তা বেশ ধারাবাহিক ভাবেই দেখিয়ে আসছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের কথাই ধরা যাক। যেখানে গেল দুই মৌসুমের ধারাবাহিকতায় এই মৌসুমেও ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন তিনি।

শুধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেটই কেন? গেল ১৪ অক্টোবর ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৫১ রানের বেশ কার্যকর একটি ইনিংসও খেলেছেন। আর বিপিএলে মোহাম্মদ আশরাফুলের পরে তিনিই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটস্যমান যার সেঞ্চুরির (২০১৩ আসরে) কীর্তি রয়েছে।

সেই ধারাবাহিকতায় বিপিএলের এবারের আসরেও দারুণ কিছু করে জাতীয় দলে প্রবেশের পথটি আরও মসৃণ করতে চাইছেন বরিশাল বুলসের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।